Saturday, December 14Welcome khabarica24 Online

মিমের হাফ ডজন

35343_e2

ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমানে হাফডজন ছবি আছে মিমের হাতে। এগুলো হলো তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’, ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’, রেদওয়ান রনির পরিচালনায় ‘মরীচিকা’, মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘কানামাছি’, রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’। এর মধ্যে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’র শুটিং আটকে আছে দীর্ঘদিন। তবে চলতি মাসের মধ্যেই ‘পদ্মপাতার জল’ ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন মিম। অন্যদিকে ‘গুডমর্নিং লন্ডন’ ছবির শুটিং পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর অক্টোবরের প্রথম সপ্তাহে ‘সুইট হার্ট’র কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মিম জানান, আগামী কয়েক মাস তিনি ছোটপর্দা থেকে পুরোপুরি দূরে থাকবেন। এ সময় চলচ্চিত্রের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। মিম বলেন, অচিরেই চলচ্চিত্রে আশা করছি আমার নিজের আসন পাকাপোক্ত করে নিতে পারবো। এ কারণে বাণিজ্যিক ছবির দিকেই বেশি ঝুঁঁকেছি আমি। চলতি বছর আমার আর কোন নতুন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী বছর আমার অভিনীত ৬-৭টি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সেভাবেই পথ চলছি। ২০০৮ সালে লাক্সতারকা খ্যাতি অর্জনের পর হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন মিম। এর পরের বছর জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিটি মুক্তি পায়। ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। চলতি বছর মিম অভিনীত আরও দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি হলো খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ও মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’। দুটি ছবিতে মিমের নায়ক ছিলেন যথাক্রমে ইমন ও আরেফিন শুভ।