নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় একরাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের এই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায় গতকাল সোমবার (২২জানুয়ারী) রাতে শেখ আকনের বাড়ীর মৃত আব্দুল বারেক মেন্ত্রীরি বড় ছেলে হারুন আর রশিদ এর ২টি এবং একই বাড়ির মৃত আবুল বসর এর ছোট পুত্র মোহাম্মদ রিপন এর ২টি গরু নিয়ে যায় চোরের দল। চুরিরকৃত গরুর মূল্য প্রায় দুই লাখ টাকা ।
এই বিষয়ে মীরসরাই থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, আমরা গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।