নিজস্ব প্রতিনিধি ॥ “জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন” এই স্লোগানের আলোকে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই শাখা ও মাসিক দুর্বার এর যৌথ উদ্যোগে মীরসরাইয়ের চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য আসর বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। গান, কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা এই তিন বিভাগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথমে সঙ্গীত শিল্পী ও সাংবাদিক রণজিত ধরের মুগ্ধকরা কাজী নজরুলের গান “দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ, দাও প্রাণ, হে সর্বশক্তিমান” এই গান দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। পরে আবৃত্তি করে শিক্ষার্থী তাবাচ্ছুম ফারিয়া, সামিয়া সাবরিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ মাজহারুল আলম, গানে অংশগ্রহণ করে আনিকা রায় সৃষ্টি, অর্পিতা দাশ, সামিয়া সাবরিন, ইসরাত জাহান রিশিতা, নওশিন জাহান প্রীতি, নাজমুল হোসেন শাকিব, তাবাচ্ছুম ফারিয়া , সুমাইয়া মেঘলা, স্বরচিত কবিতায় সামিয়া আক্তার, সাথী আক্তার, আফনান সামিয়াত জিকরা, নাজমা আক্তার, জান্নাতুল নাঈমা মাহি, মোঃ ইকবাল হোসেন, নাসিমা আক্তার মীম, সফিকুল ইসলাম, আনজুমান আক্তার, রাজিয়া সুলতানা, রোকসানা আক্তার, নাসরিনা জাহান সূচনা, মারিয়া বিনতে মোহনা প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করেন তানজুম নূর, আবৃত্তিকার প্রতাপ বণিক রানা, সংগীতশিল্পী রণজিত ধর, কবি বাহার মাসুক, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী এবং গান পরিবেশন সংগীত শিল্পী মতিলাল দাশ বিপ্লব, কামরান মেহেদী, তবলায় ছিলেন সাগর। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্বার সম্পাদক রাজিব মজুমদার এর সঞ্চালনায় এবং নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিন্কি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকাররম হোসেন চৌধুরী, বিশেষ অতিথি কবি মাহমুদ নজরুল, বিদ্যালয় শিক্ষানুরাগী সদস্য হুমায়ুন কবির, পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন, আবদুল খালেক ভূঁইয়া, সাংবাদিক সাহাব উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশ এর মীরসরাই শাখার সাধারণ সম্পাদক রিপন গোপ পিন্টু। এসময় আরো উপস্থিত সাংবাদিক সানোয়ারুল ইসলাম রণি, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিতু, কৃষ্ণ পাল, মোঃ নাহিদ পারভেজ প্রমুখ। স্বরচিত কবিতা প্রতিযোগিতায় ইকবাল হোসেন ১ম, রাজিয়া সুলতানা দ্বিতীয়, সাথী আক্তার তৃতীয়, গানে আনিকা রায় সৃষ্টি ১ম স্থান, তাবাচ্ছুম ফারিয়া দ্বিতীয়, সামিয়া সাবরিন তৃতীয়, কবিতা আবৃত্তিতে তাবাচ্ছুম ফারিয়া ১ম স্থান, সামিয়া সাবরিন দ্বিতীয়, মাজহারুল আলম তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।