বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

malaysia_map_73089

মালয়েশিয়ার  কুয়ালালামপুরের দক্ষিণে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছে।নিহতদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন। এএফপি’র খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রাবার বাগানে এসে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়।নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলীয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও’র জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন।জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত।জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিল এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকলো না।’ প্রধানমন্ত্রী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।একজন প্রত্যক্ষদর্শী মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামাকে বলেন, ভারী বৃষ্টির মধ্যে আকাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।