রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা ৪ আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ট্রেনটি চট্টগ্রাম থেকে কমলাপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, ‘ট্রেনের ধাক্কায় ওই গাড়ির তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।