শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মালালার হামলাকারীরা গ্রেপ্তার

41052_malala

মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আর্মি মুখপাত্র জেনারেল অসিম বাজওয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় যে দলটি সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর যৌথ অভিযানে তেহরিকে তালেবান পাকিস্তানের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেনারেল বাজওয়া আরও বলেন, ওই দলটি পাকিস্তান তালেবান প্রধান মুল্লাহ ফজলুল্লাহর অধীনে তার নির্দেশনা অনুযায়ী সক্রিয় ছিল। এ খবর দিয়েছে বিবিসি। নারীদের শিক্ষার জন্য প্রচারণা চালানোর কারণে ২০১২ সালের অক্টোবরে তার ওপর হামলা চালায় তালেবান বন্দুকধারীরা। সেসময় মালালার বয়স ছিল মাত্র ১৫। বন্দুকধারীরা পাকিস্তানের উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকায় মালালার স্কুল বাসে উঠে গুলিবর্ষণ শুরু করে। এতে মালালা ছাড়াও তার দুই সহপাঠী আহত হয়। ভয়াবহ ওই হামলায় গুরুতর আহত মালালা পরবর্তীতে সেরে ওঠে। নারীশিশুদের শিক্ষার অধিকার আদায়ের জন্য মালালা শুধু পাকিস্তানেই নয় সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়। টাইম ম্যাগাজিনে তাকে ২০১৩ সালে সবথেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বাছাই করে। শান্তিতে নোবেলের জন্যও মনোনয়নও পায় মালাল। সম্প্রতি প্রকাশিত হয়েছে মালালার আত্মজীবনী।