৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্র্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। অথচ নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে না এসেই আমেরিকায় বসে বাংলাদেশের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছেন। উনি কি নির্বাচন স্বপ্নে দেখেছেন? তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে এদেশের জনগণ। বাংলাদেশকে নিয়ে হিসাব করে কথা বলবেন। গতকাল দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে গরিব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ি, শার্ট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, কূটনীতিকদের মনে রাখা উচিত এটা স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের ভবিষ্যৎ এ দেশের মানুষই নির্ধারণ করবে। এ দেশ কারও দয়ার দান নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। এ জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে এবং ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। আর আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। কৃষিমন্ত্রী ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, আমরা কোন গণতান্ত্রিক আন্দেলনে বাধা দিই না, দেবোও না। তবে মানুষ পুড়িয়ে মারবেন, বাচ্চা পুড়িয়ে মারবেন, সরকারি সম্পদ বিনষ্ট করবেন, যা খুশি তা-ই করবেন সেটা মেনে নেয়া হবে না। সরকার জনগণের জানমাল রক্ষা করার জন্য যা যা করা দরকার তার সবই করবে। এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার আরও ৪টি ইউনিয়নে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি, শার্ট, ট্রাউজার, থ্রিপিস এবং গেঞ্জিসহ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও ভিজিএফের চাল ও খেজুর বিতরণ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।