নিজস্ব প্রতিবেদক: ”Education is the creation of sound mind in a sound body”, অর্থাৎ “ শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ হলো শিক্ষা”, এ লক্ষ্য সামনে রেখে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (বুধবার) সকাল থেকে মোট তিন দিনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র মো: গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার হায়াতুন নবী, মীরসরাই উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, মীরসরাই এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজহারুল হক, মারুফ সংস্থার সেক্রেটারী মো: আবদুল মোতালেব ও মানুফ মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন।