Saturday, December 14Welcome khabarica24 Online

মানচিত্রের মুখ : মাশরুরা লাকী

আমার মায়ের হাত
শক্ত মুষ্টিতে বিপ্লবী জননী
‘আনা ফ্রাংক’ এর প্রতিলিপি।

সোনালী ধানের মৌতাত গন্ধ
বুকে পালতোলা লাটিমের অবিরাম ঝড়
মধ্যরাতের মদির চোখ
সাদা বক পক্ষির ঢুলুঢুলু ঘুম
মায়ের জমানো পদ্মা কালো চুলে
নাটাই জড়ানো সুখ
নিটোল মানচিত্রের মুখ।

আমার মায়ের দুচোখ মঞ্চে
জেগে ওঠে সোনালু শস্যক্ষেত
রুপালী ইলিশ্ ঝাঁক
বিশ্ব কাঁপানো মমতায় মাখা
সহস্র মাইল বাঁক
সবুজ আঁচলে কোমল ষোড়শী রূপ
আমার মা সে-
পৃথিবীর পথে স্নেহের শীতল বুক
আমার মা’ই সরোবরে থাকা
মানচিত্রের কালজয়ী এক মুখ।।