হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজনগর গ্রামে জলমহালের দরপত্র দাখিলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষের সময় সোহেল মিয়া (২৫) নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নিজনগর গ্রামের রুক্কু মিয়ার ছেলে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মাধবপুর উপজেলার নিজনগর গ্রামের পলাশ মিয়া ৫ লাখ টাকায় ওই এলাকার একটি জলমহাল উপজেলা প্রশাসন থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার সময় একই এলাকার ফরিদ মিয়ার লোকজন বাধা সৃষ্টি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টায় নিজনগর গ্রামে পলাশ মিয়ার লোকজনের সঙ্গে ফরিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহেল মিয়াসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়া মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।