শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাঠ দখলে জনগণ, ঈদের পর আন্দোলনের কুচকাওয়াজ

68873_rijbi-1222_128513

মাঠ দখল করে আছে জনগণ। ঈদের পর আন্দোলনের কুচকাওয়াজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাঠেই দেখা হবে’ অবৈধ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ প্রধানমন্ত্রী স্বাধীন দেশে সন্ত্রাসী কর্মকান্ড করে মাঠে স্থান পাবেন না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রক্তাক্ত প্রান্তর সৃষ্টি ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি।রিজভী বলেন, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী অসত্যের এক অভিনয় শিল্পী। তাই তো অবলীলায় মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যায় পরিণত করতে একের পর এক দক্ষতার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের বাক-স্বাধীনতা হরণ করা আওয়ামী লীগের অলিখিত গঠনতন্ত্রে পরিণত হয়েছে।শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, আপনি আপনার সন্ত্রাসী অগ্নিপুত্রদের দিয়ে রক্ত বন্যা বইয়ে দিয়ে লাশের স্তূপ তৈরি করতে পারলেও বিজয় অর্জন করতে পারবেন না। জনগণ তাদের অধিকার আদায় করে ছাড়বেই। তিনি আরো বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ও মানুষের জীবন হুমকির মুখে। চলছে গুম, খুন ও অপহরণের রাজত্ব।