রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাজার সরালে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ

33882_fkh

রাজধানীর শেরেবাংলানগর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরালে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এ ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটাধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, সরকার জিয়াউর রহমানের মাজার বগুড়ায় স্থানান্তরের চিন্তা করছে। সরকার জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংস করতে চায়। এর অংশ হিসেবে জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। তার দুই ছেলেকে নির্বাসিত করা হয়েছে। এখন জিয়ার মাজার স্থানান্তরের মতো ভয়ঙ্কর চিন্তা করছে। আওয়ামী লীগের নেতার উদ্দেশে মির্জা আলমগীর বলেন, জিয়ার মাজার স্থানান্তরের চিন্তা করলে দেশের মানুষ বুকের রক্ত দিয়ে তা রুখে দবে। দয়া করে এই হটকারী কাজ করবেন না। তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। আন্দোলনের বিষয়ে সংশয় প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা বলছেন আন্দোলন হচ্ছে না, তাদের বলবো, আন্দোলনের গতি সব সময় এক থাকে না। কখনো আন্দোলনের গতি বাড়ে, কখনো কমে এবং কখনো তীব্র হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জাবির সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।