Saturday, February 8Welcome khabarica24 Online

মাগুরায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

sefali_begum1457669147

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় ইয়াবাসহ শেফালী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার ভোরে শহরের দোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে এক হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার করে। শেফালী শহরের দোয়ারপাড় এলাকার ওবাদুর রহমানের স্ত্রী।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ভোর ৫টার দিকে মাগুরার শহরের দোয়ারপাড় এলাকায় মাদক পল্লীতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী শেফালীর বাড়ি থেকে এক হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। শেফালী  মাগুরা শহরে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে একাধিকবার তিনি মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।