বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

 মাকে কদমবুচি করে পুত্র-কন্যা, ভাই- বোনকে প্রচারনায় নামলেন চেয়ারম্যানপ্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী নিজের মাকে কদমবুচি করে পুত্র- কন্যা সহ ভাই বোনকে নিয়ে তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। শুক্রবার ( ৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে প্রথমে মাকে কদমবুচি করে তিনি পথযাত্রার মাধ্যমে প্রচারপত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া শুরু করেছেন। এসময় তিনি পূর্ব খৈয়াছরায় প্রচারনা শেষে বড়তাকিয়া বাজারে জনসংযোগ শেষে

ইউনিয়ন পরিষদের সামনে পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য প্রদানকালে বলেন আমার পিতার ধারাবাহিকতায় এলাকার গনমানুষের সাথে ছিলাম, আছি ও থাকতে চাই। তাই আমাকে ভোট দিলে মানুষের সেবা করে যাব এই প্রতিশ্রুতি দিচ্ছি। একটি আধুনিক ইউনিয়ন পরিষ কমপ্লেক্স ও খৈয়াছরা ঝর্ণায় আন্তর্জাতিক মানের ট্যুরিষ্ট জোন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এসময় নির্বাচনী প্রচারনাকালে তাঁর সাথে প্রচারনায় অংশ নেয় তাঁর ছেলে মুনতাছির মাহমুদ চৌধুরী, মেয়ে জাহরিন মাহমুদ চৌধুরী, ছোট ভাই আবেদ ইকবাল চৌধুরী ও আশেক ইকবাল চৌধুরী, বোন খালেদা আক্তার শিখা ও রাশেদা আক্তার রাসু, ভগ্নিপতি মনজুর আলম প্রমুখ। উল্লেখ্য যে তিনি বর্তমানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান । তাঁর পিতা আব্দুল হাই চৌধুরী ও তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার নৌকা প্রতীক না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।