আগামী ১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙিন ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের মাইক্রোবাসে কালো, রঙিন, পার্কারী ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার করা যাবে না।এব্যাপারে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যেসব মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার হয়, সেগুলো এই সময়ের মধ্যে বদল করতে হবে। ১০ মের পর পুলিশ কালো গ্লাস যুক্ত মাইক্রোবাসে অভিযান চালাবে বলে তিনি জানান। এর আগে নারায়ণগঞ্জে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের ঘটনার পরে সারা দেশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে।