Wednesday, February 12Welcome khabarica24 Online

মহামায়া লেক থেকে ফের অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া থেকে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ফের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে । বিকেল প্রায় ৪টার সময় মহামায়া লেকের ঝর্ণার কাছে বোট চালকরা লাশটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লেকের পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। উদ্ধার করা কিশোরের পরণে জিন্স প্যান্ট ছিল।
এই বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার এসআই আরিফুল ইসলাম জানান, কিশোরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লেকের পানিতে ডুবে মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।