রাক্ষসে যমরাজ
করোনা ভাইরাস।
গলায় থাকে চারদিন
তখনই তাকে মেরে দিন।
আদা, রসুন, লেবু জল
ফুটিয়ে বানান টোটকা,
গরম গরম বাষ্প জল
নাকে মুখে ঢুকান কোপটা।
হাত ধুবেন ভালো করে
করোনা যাবে দূরে,
নস্যি, চক্ষু সাবধানে ধরে
মিলবে শেফা নূরে।
স্যালাইন খান গরম জলে
রোদের ডি মাখুন,
ভিটামিন সি,সবজি খান,
সরিষার তেলে ঝাঁকুন।
হরেক রোগের অধীনস্থ
যাদের শরীরখানা,
দয়া করে বের হবেননা
করোনা দিবে হানা।
ঘরে বসে থাকুন সুখে
বাইরে ঝঞ্ঝাট থাক,
আপনজনের সুরক্ষায়
করোনা নিপাত যাক।
রাক্ষসে যমরাজ
করোনা ভাইরাস।
গলায় থাকে চারদিন
তখনই তাকে মেরে দিন।
আদা, রসুন, লেবু জল
ফুটিয়ে বানান টোটকা,
গরম গরম বাষ্প জল
নাকে মুখে ঢুকান কোপটা।
হাত ধুবেন ভালো করে
করোনা যাবে দূরে,
নস্যি, চক্ষু সাবধানে ধরে
মিলবে শেফা নূরে।
স্যালাইন খান গরম জলে
রোদের ডি মাখুন,
ভিটামিন সি,সবজি খান,
সরিষার তেলে ঝাঁকুন।
হরেক রোগের অধীনস্থ
যাদের শরীরখানা,
দয়া করে বের হবেননা
করোনা দিবে হানা।
ঘরে বসে থাকুন সুখে
বাইরে ঝঞ্ঝাট থাক,
আপনজনের সুরক্ষায়
করোনা নিপাত যাক।