Saturday, February 8Welcome khabarica24 Online

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

mohajon hat college p

নাছির উদ্দিন ঃ “বই খাতা হাতে চাই, জঙ্গীবাদের অবসান চাই” ‘জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা নিপাক যাক’ এই স্লোগানে অদ্য ৩রা সেপ্টেম্বর সকাল ১১টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সমাবেশ করা হয়েছে। কলেজের সহকারী প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাস নিয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন, এস রহমান ট্রাষ্টের অন্যতম সদস্য মীর আলম মাসুক, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর ভুঁইয়া, এতে আরো বক্তব্য প্রদান করেন, প্রভাষক সুভরাজ বণিক, নোমান মো. আবদুল্লাহ, নিজাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, মাওলানা এটিএম কায়কোবাদ, লাল বাহাদুর শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মাস্টার ছালামত উল্লাহ, সাবেক উইপি সদস্য মো. সিরাজ উদ্দিন, এছাড়াও স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।