১১ নং ইউনিয়ন প্রতিনিধি: মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামের দুই যুবলীগ নাম দ্বারী মহন(৩৬) ও লিটন (৩৫) এর তান্ডবে গ্রামের মানুষ হুমকিতে রয়েছে। মহন জাফরাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আর লিটন একই গ্রামের কামাল কোম্পানীর পুত্র। জানা যায়, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মহন ও লিটন গ্রামের ভেতরে এক তান্ডব সৃষ্টি করেছে। রাতের আধারে মদ খেয়ে গ্রামের ঘর-বাড়ির উপরে হামলা চালায়। প্রতিবাদ করলে তাদের উপরে আক্রমণ করে। নাম পরিচয় প্রকাশ না করা সর্তে একই গ্রামের এক ব্যক্তি জানান, গত কয়েক দিন আগেও মুসলিম উদ্দিনের মায়ের কাছে ৫০হাজার টাকা চাদা দাবি করে। এবং না দিলে তাদের নির্মাণ কাজ চলা ঘরের কাজ বন্ধ করে দিবে। গত কয়েক বছর ধরে তারা দুইজন সাথে ১০-১২ জনের একটি দল মিলে প্রায় রাতের আধারে মানুষের কাজ থেকে টাকা ছিনিয়ে নেয়।
প্রায় প্রতি রাতে মদ খেয়ে গ্রামের মধ্যে চিৎকার ও গালাগালি করে থাকে। এতে গ্রামের মানুষের ঘুম নষ্ট হয়।
১১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী বলেন, এই বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। যদি পাই তাহলে আমি তাদের উপযুক্ত শাস্তি প্রদান করবো। আর আমি আজ থেকে এই বিষয় তদন্ত করবো।