শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয়

44557__78038780_624_nobel

মস্তিস্কের ভেতরের ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবন করে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ গবেষক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ওকিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডওয়ার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। আলঝেইমার আক্রান্ত মানুষ কেন তাদের আশপাশের জিনিস চিনতে পারে না তা জানতে এই আবিষ্কার সাহায্য করতে পারে। কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিস্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিস্কের অন্য একদল কোষ সক্রিয় হয়। এই তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা  কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিস্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিস্ক কীভাবে করে এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন অধ্যাপক ওকিফ। বাকি অর্ধেক ভাগ করে নেবেন মে-ব্রিট ও এডওয়ার্ড দম্পতি। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।