চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ২০ দলীয় জোট।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠকে মেয়র পদপ্রার্থী মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রামের প্রধান নূর মোহাম্মদসহ ২০ দলের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের ২০ দলীয় জোটের প্রায় দুই হাজার নেতা-কর্মী জেলে আছেন। হাজার হাজার নেতা-কর্মী মামলার হুলিয়া নিয়ে পলাতক অবস্থায়। এ অবস্থায় নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারপরও আন্দোলনের অংশ হিসেবে তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাকস্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।