প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন হবে কি না তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। রোববার সিলেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার পর মধ্যবর্তী নির্বাচন হবে কিনা তা ভেবে দেখবে নির্বাচন কমিশন।রাজনেতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরী বলে মন্তব্য করেন সিইসি।
রোববার দুপুরে সিলেটে একটি হোটেলে গত উপজেলা নির্বাচনের ফলাফল ও প্রার্থী ব্যবস্থাপনার ওপর পর্যালোচনা ও কর্মশালায় সিইসি একথা বলেন। এসময় কমিশনার শাহনেওয়াজ, নির্বাচন কমিশন সচিব শহীদুল ইসলাম এবং সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।