সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মধ্যবর্তী নির্বাচনের অবস্থা তৈরি হয়নি: এরশাদ

kurigram_71755
দেশে মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা কথা বলেন।তবে এসময় জাতীয় পার্টির কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-১ আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি একেএম মাঈদুল ইসলাম সেখানে ছিলেন না।এরশাদ বলেন, নির্বাচন যা হওয়ার হয়েছে-এখন সংসদ বসছে-সংসদ চলছে। সংসদ গ্রহণযোগ্য হয়েছে। সরকার যদি মনে করেন তাদের অবস্থা ভালো-তাহলে কোনো কোনো সরকার তা করেন। তবে আমার মনে হয়, সে অবস্থার সৃষ্টি হয়নি। আমরা ৫ বছর থাকতে পারবো।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচন তো লাঙ্গলের নির্বাচন নয়। এটা যার যার নিজের নির্বাচন। আমরা কাউকে সর্মথন করি-কাউকে করি না। আমাদের অসুবিধা হচ্ছে দুজন দাঁড়িয়েছে-কাউকে বসাতে পারিনি। এরশাদ বলেন, উপজেলা নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। তবে জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির উপরে যাবো। সার্কিট হাউজে অবস্থানকালে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন এরশাদ।