Thursday, January 16Welcome khabarica24 Online

মদিনায় একটি হোটেলে আগুন : নিহত ১৫

10540_madina

 

গতকাল সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে আগুন ধরে ১৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৩০ জন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। হতাহতের মধ্যে মিশর, তুরস্ক সহ অন্যান্য দেশের নাগরিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা সবাই পবিত্র ওমরাহ পালন করার জন্য মদিনায় অবস্থান করছিলেন। ইশরাক আল মদিনা নামক হোটেলে স্থানীয় সময় বেলা ২-৩৩ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিনির্বাপণ কর্মীরা বিকাল ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপগুলো ব্যক্তিগতভাবে দেখভাল করছেন। অগ্নিসংযোগের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কাজ করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। প্রাথমিক রিপোর্ট থেকে মনে হচ্ছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। আহতদের মধ্যে ৩০ জনকে ঘটনাস্থলে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় আর বাকিদের কিং ফাহাদ হাসপাতাল এবং আনসার হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় ওই হোটেলে ৭০০ জন অতিথি অবস্থান করছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন ধরার বিষয়টি দৃষ্টিগোচর হলে পরে অতিথিদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়। যেসব ওমরাহ যাত্রী হোটেলে আটকা পড়ে যান, তারা আগুন থেকে নিরাপদ থাকার জন্য ভবনটির ছাদে উঠে যান। জেদ্দাস্থ মিশরীয় কনস্যুলেটের কর্মকর্তা আহমেদ জাকি জানিয়েছেন, মৃতদের মধ্যে ৪ জন মিশরের নাগরিক রয়েছে। আবার অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ১৫ জনের মধ্যে ১২ জনই মিশরীয়। হোটেলের সব অতিথিকে অন্যত্র স্থানান্তর করার আদেশ দিয়েছেন প্রিন্স ফয়সাল।