নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে শিশু ও নারী সহ অন্ত:ত ৫ জন। গুরুতর আহত রেজাউল করিম খোকন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্প্রতিবার ( ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোওমাওয়ালা পূর্বপাড়া গ্রামে কতিপয় হামলাকারীর আঘাতে রেন্ট এ কার ব্যবসায়ী রেজাউল করিম খোকন ( ৪১), তার বৃৃদ্ধা মা বিবি আমেনা ( ৬৫), সালমা আক্তার ( ৩২), অয়ন ( ১) সহ ৪জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরস্থ সেবা আধুনিক হাসপাতাল ও পরে চমেক নিয়ে যায় । হামলার বিষয়ে আহত বিবি আমেন ( ৬৫) বলেন প্রতিপক্ষ আবুল বশর এর পরোক্ষ প্ররোচনায় রফিক, আনোয়ার সহ কতিপয় হামলাকারীরা দা ছুরি লাঠি ও মাত্তুল নিয়ে অতর্কিত হামলা করে আমার ওরা আমার একমাত্র ছেলে খোকনকে কুপিয়ে এতো জখম করেছে যে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাতে হয়েছে । তিনি আরো বলেন কিছু দুস্কৃতিকারী দীর্ঘদিন থেকে আমাদের সাথে শক্রতা পোষন করে আসছিল। এখন দেশের সৃষ্ট পরিস্থিতির সুযোগে তাদের উপর এমন ঘৃণ্য হামলা। এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন আমরা সকল অন্যায় ও অপরাধের বিচার অবশ্যই সুনিশ্চিত করবো। উক্ত ঘটনার ও লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।