মামুন নজরুল :: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল।
মঘাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তরজেলা কৃষকদলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মহিউদ্দিন,নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সাইফুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মুমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৪ সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই দুর্ভিক্ষে মানুষ খেতে পারে নাই শত শত মানুষ মৃত্যুবরণ করেছে ,বস্ত্র পরতে পারে নাই, ঠিক সেই সময় ১৯৭৮ সালে ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়।জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন হয়। মুক্ত হয় অর্থনীতি ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আত্মনির্ভরশীল জাতি ও খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি কখনও মাথা নিচু করে চলতে পারেনা। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার এক বছরের মাথায় খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি হিসেবে গড়ে তুলেছিলেন