Saturday, December 14Welcome khabarica24 Online

ভেজাল বিরোধী অভিযান মীরসরাইয়ে ৭ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ১৩ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার আবুতোরাব বাজারে উক্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়ছার খসরু, অভিযান দলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিএসটিআই এর পরিদর্শক শাহাদাত হোসেন, বিএসটিআই এর প্রতিনিধি বশির আহম্মেদ, প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী, সার্ভেয়ার জামাল মোস্তাফা সহ প্রমুখ।
উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে আবুতোরাব বাজারের মা মিষ্টি বিতানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ৫০০০ টাকা, ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিচালনা জন্য ৫০০০ টাকা , রুবেল ষ্টোরে মেয়াদ উত্তির্ন পন্য বিক্রয়ের জন্য ৫০০০ টাকা, সুরুচি মিষ্টি বিতানকে ৫০০০ টাকা, মোহাম্মদী হোটেলকে অপরিস্কারের জন্য ২০০০ টাকা, নুরুল আলম ষ্টোরকে ২০০০ এবং আলিফ হোটেলকে অপরিচ্ছন ভাবে খাবার পরিবেশনার জন্য ৫০০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট।