ভারতীয় ভিসার অপেক্ষায় আছেন দীর্ঘ ২ মাস পর মেঘালয়ের শিলংয়ে সন্ধ্যান পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। আজ বুধবার ভিসা পেলেই স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু আজ দুপুর পর্যন্ত তাকে ভিসার বিষয়ে কিছু জানানো হয়নি।মঙ্গলবার স্ত্রী হাসিনা আহমেদের কাছে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে ফোন করে সেখানে অবস্থানের কথা জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।৬২ দিন নিখোঁজ থাকার পর এই প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ হয় বলে হাসিনা আহমেদ জানান। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব তিনি স্বামীর সঙ্গে দেখা করতে শিলং যাবেন। এজন্য তিনি ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। সূত্র: বিবিসি