শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

image_160981.highcort (2)
তিন মাসের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন। আবেদনকারী আইনজীবী নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। এই আদেশ বাস্তবায়ন করে বিবাদীদের আগামী ১১ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বর্তমানে দায়িত্বে থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং অ্যাডহক কমিটির চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সর্বশেষ গত ২৭ নভেম্বর ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীনের স্বাক্ষরে স্থানীয় সাংসদ রাশেদ খান মেননকে সভাপতি করে চার সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়।প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয় বলে বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়। ইউনুস আলী আকন্দ বলেন, নির্বাচনের মাধ্যমে ২০০৮ সালের ২১ অগাস্ট সর্বশেষ নিয়মিত কমিটি হয়। ওই কমিটির মেয়াদ ছিল দুই বছর। এরপর দুই দফা অ্যাডহক কমিটি করা হয়। ২০১২ সালের ১০ অগাস্ট রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। এরপর গত নভেম্বরে অ্যাডহক কমিটি হয়, যার নেতৃত্বেও মেননই থাকেন।