ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আবদুল মতিন ইন্তেকাল করেন। এরপরপরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীরভাবে শোকগ্রস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবাণীতে তিনি বলেছেন, দেশের স্বাধীনতার সোপান রচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। আর আবদুল মতিন সেই আন্দোলনের অন্যতম সৈনিক। তার মৃত্যু একটি জীবন্ত ইতিহাসের অবসান।
প্রধানমন্ত্রী ভাষা সৈনিক আবদুল মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এবং শোকগ্রস্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানান।