আগামীকাল আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসন্ন এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে দল দু’টি কিছু ম্যাচ পরিসংখ্যান নিচে দেয়া হল।
সার্বিক পরিসংখ্যান :
দুই দলের অংশ নেয়া ম্যাচ সংখ্যা ১১৭টি। অস্ট্রেলিয়ার জয় ৬৭টিতে, ভারতের জয় ৪০টিতে। কোন ফলাফল আসেনি ১০টিতে।
দল দু’টি প্রথম মুখোমুখি হয় ১৯৮০ সালের ৬ ডিসেম্বর মেলবোর্নে। ম্যাচে ৬৬ রানে জয়লাভ করে ভারত।
দল দু’টির সর্বশেষ ১০ ম্যাচের ফলাফল :
২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ১১০ রানে জয়লাভ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
২০১৩ সালের ১৩ অক্টোবর ভারতের পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ৭২ রানে জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।
২০১৩ সালের ১৬ অক্টোবর ভারতের জয়পুরে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করে স্বাগতিক ভারত।
২০১৩ সালের ১৯ অক্টোবর ভারতের চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।
২০১৩ সালের ২৩ অক্টোবর ভারতের রাঁচিতে অনুষ্ঠিত ম্যাচ পরিত্যক্ত হয়।
২০১৩ সালের ৩০ অক্টোবর ভারতের নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে স্বাগতিক ভারত।
২০১৩ সালের ২ নভেম্বর ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ম্যাচে ৫৭ রানে জয়লাভ করে স্বাগতিক ভারত।
২০১৫ সালের ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
২০১৫ সালের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির ম্যাচটি পরিত্যক্ত হয় ।
বিশ্বকাপ: বিশ্বকাপে দল দু’টি ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তন্মধ্যে অস্ট্রেলিয়ার ৭ ম্যাচ জয়ের বিপরীতে ৩টিতে জয় পেয়েছে ভারত।
১৯৮৩ সালের ১৩ জুন ইংল্যান্ডের নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে ১৬২ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
১৯৮৩ সালের ২০ জুন ইংল্যান্ডের চেলমসফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১১৮ রানে জয়লাভ করে ভারত।
১৯৮৭ সালের ৯ অক্টোবর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ১ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
১৯৮৭ সালের ২৭ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে ৫৬ রানে জয়লাভ করে ভারত।
১৯৯২ সালের ১ মার্চ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ১ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
১৯৯৬ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ১৬ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
১৯৯৯ সালের ৪ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ম্যাচে ৭৭ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
২০০৩ সালের ১৫ ফেব্রুয়ারি দ.আফ্রিকার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
২০০৩ সালের ২৩ মার্চ দ.আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচে ১২৫ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
২০১১ সালের ২৪ মার্চ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করে স্বাগতিক ভারত।