মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

34697-swine-flu_64443

 

সোয়াইন ফ্লু আতঙ্কে রীতিমতো কাঁপছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার সন্ধ্য পর্যন্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসে এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা ৮১২ এবং আক্রান্তের সংখ্যা ১৩,৬৮৮। ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থানে, ৪৩১৮ জনের শরীরে এই এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসের সন্ধান মিলেছে, মৃত্যু হয়েছে ২১২ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৯ জনের। জম্মু-কাম্মীর মারা গেছে ৫ জন, উত্তরাখন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। পশ্চিমবঙ্গেও বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার সকালে কলকাতার বিধানচন্দ্র রপায় হাসপাতালে নতুন করে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ায় সব মিলিয়ে এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪ জন। এদিকে, দেশটি জুড়েই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। কোন রকম জ্বরের লক্ষণ দেখা দিলেই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে লাইন দিচ্ছেন তারা। রাস্তাঘাটে অনেকেই মেডিক্যাল মাস্ক পরে ঘুরছেন, বাদ যাচ্ছেন না ছোট ছোট শিশুরাও।