বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের বিনিয়োগকারীরা ভারতে বিদ্যুৎ উৎপাদন করে তা বাংলাদেশে রফতানি করতে পারবেন। তিনি আরও বলেন, আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে ভারতের উন্নয়ন সম্ভব। বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তাই ভারতে শতভাগ বিনিয়োগের সুযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজ্ঞান ভবনে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নস্থানে অবস্থিত ভারতীয় দূতাবাসে দেখানো হয়। অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় পঙ্কজ শরণ এমন মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক সফল হয়েছে বলে এসময় উল্লেখ করেন তিনি।