Sunday, January 19Welcome khabarica24 Online

ভারতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১০, আহত ৩০

9892_ind

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পুনে ও সাতারার সংযোগ সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কন্টেইনারবোঝাই ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র একটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।