Sunday, January 19Welcome khabarica24 Online

ভারতের শুভ সূচনা

image-3_79902
টি-টোয়েন্টির সুপার-১০ পর্বের উদ্বোধনী ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতল ভারত। ৯ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ধোনির দল। ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অমিত মিশ্রা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেসে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। খেলায় ভারতীয় স্পিন বোলাররা আধিপত্য বিস্তার করায় পাক ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি। পুরো খেলায় মাত্র ২টি ছয়ের মারই যার প্রমাণ। ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন অমিত মিশ্রা। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহ করে ভারত। ব্যক্তিগত ৩০ রানে ধাওয়ার আউট হলেও কোহলি ও রায়নায় ব্যাটিং দৃঢ়তায় জয় পেতে কষ্ট হয়নি ধোনি বাহিনীকে। ৩৬ রান করে কোহলি ও ৩৫ রান করে রায়না অপরাজিত থাকে। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন আজমল, ওমর গুল ও বাট্টি।
উৎস- যুগান্তর