সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায়

image_100338.sushmaswaraj

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার দিনগত রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান।এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে শুভেচ্ছা জনান। এসময় পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন।বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম বাংলাদেশে সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।এদিন রাতে তার কোনো কর্মসূচি নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত দ্বিপ‍াক্ষীক বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ।বেলা আড়াইটার দিকে এ বিষয়ে পররাস্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে ভারতীয় হাইকমিশন থেকে এ বিষয়ে ব্রিফিং করা হবে।সূত্রে জানা গেছে, বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানিবন্টন চুক্তি, ল্যান্ড বাউন্ডারি চুক্তি, ভিসা সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।এছাড়া সুষমা স্বরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহওর রিজভী, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের কথা রয়েছে।
তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন বলে জানা গেছে।