শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সালাহউদ্দিনের স্ত্রী

hasina_81873

মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেখতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্ত্রী হাসিনা আহমেদ।রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২২৯ ফ্লাইটের একটি বিমানে করে তিনি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সোমবার সকালে তিনি আরেকটি বিমানে শিলং যাবেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার।সাবেক সংসদ সদস্য হাসিনার সঙ্গে তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলও গেছেন। শিলংয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও রয়েছেন। তিনি সালাহ উদ্দিনকে দেখেও এসেছেন।উল্লেখ্য, প্রায় ২ মাস ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয়ের শিলং পুলিশের হাতে আটক হন সালাহউদ্দিন। এরপর স্বামীকে দেখতে যাওয়ার জন্য তিনি ভারতীয় ভিসার আবেদন করেন। বর্তমানে সালাহউদ্দিন শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।