সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের আকাশে ভিন গ্রহের যান!

ufo-2_story_650_072414041222_19977

বিমান নয়, পাখিও না। মহাকাশচারীদের অনুমান এটি একটি ‘ইউএফও’ বা ‘আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’। মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার ভিন গ্রহের যান দেখা গেছে। এমনকি ভারতের আকাশেও বেশ কয়েকবার দেখা গিয়েছে। এবার তা দেখা গেল লক্ষ্ণৌর আকাশে। ভারতের আকাশে ভিন গ্রহের এই যানের আনাগোনা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে। মহাকাশবিদদের আশঙ্কা এর আগে অনেক বার দেখা গেলেও তা পরে ভুল বলেই চিহ্নিত হয়েছিল। তবে এবারের এই দৃশ্যকে একেবারেই হেলায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ‘ইউএফও’-এর এই চিত্রটি তুলেছেন লক্ষ্ণৌর বাসিন্দা অমিত ত্রিপাটি। তার বাড়ি রাজাজিপুরের ই-ব্লক, সেক্টর-টুতে। তিনি বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলেন এবং ফটো তুলছিলেন। এমন সময় হঠাৎ তিনি দেখতে পান পরিষ্কার পশ্চিমের আকাশে সূর্য ছাড়াও অপর কোনও একটি বিন্দু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তিনি প্রথমে ভুল করেন। মুহূর্তের মধ্যে তার সন্দেহ হয়, কারণ তিনি দেখেন যে বস্তুটি তিনি দেখছেন সেটি ক্রমশ উজ্জ্বল হচ্ছে। মাত্র ৪০ মিনিটেই সেটি সোজা ওপরের দিকে উঠে অদৃশ্য হয়ে যায়। তিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করে রাখেন। এখন ঘটনাটি নিয়ে বৈজ্ঞানিক মহলে বিপুল আলোচনা চলছে।