নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার বড়তাকিয়া বনবিট এলাকায় সেগুন গাছ কাটার দায়ে ২ অপরাধিকে জেল হাজতে পাঠিয়েছে চট্টগ্রাম কোর্টের বন আদালত।
চট্টগ্রামস্থ বন আদালতের সহকারি পরিচালক শফিউল করিম মজুমদার জানান চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ এর অধিনে মীরসরাই উপজেলার পাহাড়ী এলাকার বড়তাকিয়া বিটের বান্দরিয়া টিলা থেকে চুরি করে সেগুন গাছ কাটার দায়ে পূর্ব মসজিদিয়া গ্রামের আশরাফ উদ্দিন ( ৪০) ও ওয়াহেদুর এলাকার শান্তি কুমার ত্রিপুরা ( ৩৯) এর বিরুদ্ধে সিআর মামলা নং ২ বড়তা- ২/১২/২০২১-২২ দায়ের করেন বড়তাকিয়ার বনবিট কর্মকর্তা মোঃ মামুন । সোমবার ( ১০ অক্টোবর ) চট্ট্রগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর বন আদালতে উক্ত মামলার রায় ঘোষনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা ইয়াসমিন। ঘোষিত রায়ে আসামীদ্বয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১০ দিনের জেল প্রদান করা হয়। এই বিষয়ে বারৈয়াঢালা বন রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসাইন জানান এই এলাকার বনজ সম্পদ রক্ষায় প্রশাসনিক বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। ইতিমধ্যে আরো কিছু মামলা ও দায়ের করা হয়েছে, সকল বিষয়ে বনপ্রশাসন এখন কঠোর ভূমিকা পালন করবে।