বিশেষ প্রতিনিধি- ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক এবং মাল্টিভিটামিন সমৃদ্ধ গ্রীণ ক্রাউন জাতের সবুজ ব্রুকলি চাষ করে এবার আয় করলো লাখ টাকা। ঠিক যেই মুহুর্তে ফুলকপির বাজার মন্দা। বিভিন্ন জেলা থেকে আগত ফুলকপিতে বাজারে সয়লাভ। একসাথে বেশী ফুলকপি বাজারে চলে আসায় উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষকরা। সেই মুহুর্তে ঔষধী এই সবুজ সবজি ব্রুকলি নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে কৃষকদের মনে।
মীরসরাই উপজেলার আমবাড়িয়া গ্রামে উক্ত ব্রুকলি চাষী বিপ্লব সিংহ এর জমিতে গিয়ে দেখা যায় ৫ গন্ডা জমিতে এবার ব্রুকলি চাষ করেছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ এই সবজি চাষে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। উক্ত জমিতে ৩০০ চারা রোপন করেছেন তিনি খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো। ইতিমধ্যে শখানেক ব্রুকলি বিক্রি করেছেন । প্রতি পিচ পাইকারী ৩০-৩৫ টাকা করে প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। বাকি যা আছে আরো ৬০- ৭০ হাজার টাকা বিক্রি করতে পারবেন। এতে লাখ টাকা বিক্রি হবে বলে প্রত্যাশা কৃষক বিপ্লব সিংহের। কৃষক বিপ্লব সিংহ আরো জানায় স্থানীয় বাজার থেকে বড়দারোগারহাট বা সীতাকুন্ড বাজারে এই ব্রুকলির চাহিদা বেশী । বিশেষ করে শহরের পাইকাররা পেলেই নিয়ে নিচ্ছে। কারন গ্রাম থেকে শহরের লোকরাই বেশী খাচ্ছে এই সবজি। এই বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন। এই গ্রীণ ব্রুকলি মানব দেহের ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক। এছাড়া বিভিন্ন রকমের মাল্টি ভিটামিন ও মিনারেল রয়েছে এই সবজিতে। তিনি জানান এবার উপজেলা পরীক্ষামূলকভাবে ৩জন কৃষককে কেমন উৎপাদন হয় তা পরীক্ষামূলক প্রদর্শনী করা হয়েছে। আশা করছি আগামী মৌসুমে আমরা অনেক কৃষককে এই বিষয়ে সহযোগিতা করতে পারবো।