মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্রিটেন পার্লামেন্টে গেলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ

tulip_260407

ব্রিটেনের ৫৬তম জাতীয় নির্বাচনে তৃতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।লেবার পার্টির প্রার্থী টিউলিপ ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। এ আসনটি বাঙালি অধ্যূষিত হিসেবে পরিচিত।টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটে ২২ হাজার ৮৩৯।২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্গ্নেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে টার্গেট সিট বানিয়েছিল। টিউলিপের এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। তবে এবছর ১১৩৮ ভোটের ব্যবধানে আসনটিতে জয় পেলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ।এদিকে টিউলিপের আগেই দ্বিতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে ড. রূপা হককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রূপাও লেবার পার্টির প্রার্থী হিসেবে বিজীয় হন।এছাড়া জয়ের পথে রয়েছেন আরেক বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী। তিনিই প্রথম বাংলাদেশী যিনি ব্রিটেনের ৫৫তম সাধারণ নির্বাচনে পার্লামেন্টে মেম্বার নির্বাচিত হন।ব্রিটেনের এবারের নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।