বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্রাজিল সমর্থকদের তিন হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

image_93666.bhanga potaka 07.06

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে ব্রাজিল দলের তিন হাজার ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে তিন শতাধিক ব্রাজিল সমর্থক।
আজ সকাল ৯টার দিকে উপজেলার নূরুলগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের সোনারতরী ক্লাবের উদ্যোগে মিছিলটি বের হয়ে। মিছিলটি সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কে হয়ে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় ঘুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ পেরিয়ে ধর্মদী গ্রামে গিয়ে শেষ হয়। মিছিলটি যাওয়ার পথে বিভিন্নস্থানে ব্রাজিল সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানায়।
সোনারতরী ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ‘আমরা ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম। তাই তিন হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটেছি। আমাদের ক্লাবের সদস্যসহ গ্রামের অনেকেই মিছিলে অংশ নিয়েছে। যাওয়ার পথেও অনেকে মিছিলে যোগ দিয়েছে। তাই পথের দূরত্ব কোনো কষ্ট দেয়নি।’