Thursday, December 12Welcome khabarica24 Online

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, চিলি আউট

30059_ceaser save

স্পোর্টস ডেস্ক: গোলরক্ষক হুলিও সিজারের অসাধারণ দকআষতায় প্রাণ ফিরে পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল। নির্ধারিত সময়ের খেরা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাজিল ৩-২ গোলে পরাজিত করে চিলিকে। টাইব্রেকারে ব্রাজিলের পক্ষে জো ও হাল্ক গোল কনরতে ব্যর্থ হয়েঢছেন। আর চিলির পক্সে গোল করতে ব্যর্থ হন পিনিলা, সানচেজ ও গনজালো জারা।
অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল হযনি স্তাদিও মিনেইররোতে। ফলে খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। প্রথমার্ধে ২ গোল হওয়ার পর কোন দলই আর গোল করতে পারেনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় পর্বের প্রথম খেলা। ব্রাজিল ও চিলি মোকাবিলা চলে সমানতালে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে। ১৮ মিনিটের সময় ডেভিড লুইস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর ৩২ মিনিটের সময় চিলির পক্ষে কোনাকুনি শটে গোল পরিশোধ করেন আলেক্স স্নাচেজ।