বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্যাংক সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ

image_161403.bangladesh bank
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিদ্যমান উচ্চ ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য নাজমুল হাসান, টিপু মুনশি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী ও আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রণালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে কমিটিকে আরো কার্যকর করার জন্য মন্ত্রণালয়কে আরো জোরালো ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।সভায় চলমান প্রকল্পগুলোতে সঠিকভাবে অর্থায়ন নিশ্চিত করে নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে স্বল্প সুদহারে ঋণ প্রদানের জন্য বেসরকারি ও সরকারি ব্যাংকগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান করা হয়। সভায় বীমাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বীমা খাতকে সব প্রকার নেতিবাচক ধারণা থেকে মুক্তি দিয়ে মানুষের আস্থার পরিবেশ সৃষ্টির জন্য দ্রুত ক্লেইম সেটেলমেন্ট নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বীমা খাতে বিদ্যমান বীমা এজেন্টদের কমিশনের হার কমানোর সুপারিশ করা হয়।সভায় মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। মানি লন্ডারিং ও বীমা খাতের সব প্রকার অনিয়ম সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য কমিটি সদস্য টিপু মুনশিকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. শওকত চৌধুরী ও ফরহাদ হোসেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।