Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

বোকো হারামের হামলায় নিহত ১৭, অপহৃত ৩০ কিশোর

47574_srd

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কট্টরপন্থি সংগঠন বোকো হারামের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৩০ কিশোরকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের অধিকাংশের বয়স ১৩ বছর বা দুই-এক বছর বেশি। মাফা অঞ্চলের কয়েকটি গ্রামে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্দুকধারীরা হামলা চালায়। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। অপহৃত কিশোরদের বোকো হারামের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জোরপূর্বক দলে ভর্তি করে শক্তিবৃদ্ধি করছে সংগঠনটি। এদিকে বোকো হারামের অব্যাহত হামলা ও সন্তান হারানোর ভয়ে রাজধানী মাইদুগুরিতে পালিয়ে গেছেন গ্রামগুলোর বহু বাসিন্দা।