শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৈশাখীময় লকডাউন : হামিমা জামিল রুমা

ঝড়, তুফান, বৃষ্টি
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে হচ্ছে
রহমতের বৃষ্টির সাথে যেন
প্রকৃতির সকল অসুস্থতা ধুয়ে যায়
পৃথিবী ফিরে পাবে তার সজীবতার রূপ।
আবার চঞ্চল হয়ে উঠবে পৃথিবী
আবার শুরু হবে জীবনের কর্মব্যস্ততা
প্রাণের প্রকৃতি আজ নিস্তব্ধ
প্রাণের শহর আজ দিশেহারা !


প্রতিমুহূর্তে যানজটে থাকা মোড়টি আজ ফাঁকা
মানুষে মানুষে জনসমুদ্রের স্থানগুলোও আজ ফাঁকা !
সবাই যাপন করছে ঘরবন্দী আতংকিত জীবন
আগামীকালের পৃথিবীটার রূপ কেমন হবে
তার কোনো নির্দিষ্টতা পর্যন্ত নেই।
আগামীকালের ভোরের সূর্যটা দেখা হবে তো ?
তার কোনো নির্দিষ্টতা পর্যন্ত নেই !
সামান্য একটা ভাইরাসের কাছে আজ
পুরো বিশ্ব অনেক বেশি অসহায় !হায় পরিস্থিতি স্বাভাবিকতাও হার মেনে যাচ্ছে
এই অবচেতন সময়ের সাথে যুদ্ধ করে !
তারপরও আমরা খুব আশাবাদী
পৃথিবী এক সুস্থ নতুন ভোরের আলো দেখবেই
হ্যা দেখবে-