শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বেনাপোলে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয় আটক

image_98461.gold bar3

বাংলাদেশ থেকে সোনার বার নিয়ে ফিরে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতীয় পেট্রাপোল কাস্টমস চেকপোস্টে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয়কে আটক করেছে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম। আজ শুক্রবার দুপুরে এসব সোনা আটক করা হয়।বেনাপোল পুলিশ ইমিগেশনের ভারপাপ্ত কর্মকর্তা জাহাংগীর হোসেন জানান, বাংলাদেশ থেকে চার ভারতীয় পাসপোর্ট যাত্রী সোনা নিয়ে ভারতে ফিরে যাচ্ছে- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পেট্রাপোল কাষ্টমস কর্মকর্তারা আটককৃত পাসপোট যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ৫৭ পিচ সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম । আটককৃত যাত্রীরা সকলেইে ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তবে আটক সোনা চোরাকারবারীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।এ বিষয়ে বেনাপোল কাস্টমস চেকপোস্ট কাস্টমস রাজস্ব কমকর্তা নুরুজ্জামান জানান, বাংলাদেশ থেকে ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার বার নিয়ে দেশে ফিরে যাওয়ার সময় পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ তাদের তাদের আটক করে। তিনি আরো জানান, বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে স্ক্যানার মেশিন থাকলেও তা ব্যবহার করা হয় না। স্ক্যানার মেশিন ব্যবহার করা হলে ওই চার জন ভারতীয় নাগরিককে বেনাপোলে আটক করা সম্ভব হতো। তবে কাদের সহযোগীতায় বা কিভাবে সোনা চোরাচালিনীরা বেনাপোল চেকপোষ্ট পার হয়ে ভারতে গেলো তা খতিয়ে দেখছেন এখানকার গোয়েন্দা সংস্থাগুলো।