যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুর সড়কের একটি ফার্নিচারের দোকান থেকে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ শরীফ (২০) নামে দোকানের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার সন্ধ্যা ৬টার দিকে হামিদ ফার্নিচার থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। আটক শরীফ বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলী হোসেনের ছেলে। বিজিবি‘র অভিযানের খবর পেয়ে আগেই দোকান মালিক পালিয়ে যায়।যশোর ২৬ ব্যাটালিয়নের কমার্ন্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ফার্নিচারের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে রাখা একটি বক্স খাটের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩৫ প্যাকেটে তিন কেজি সাতশ‘ গ্রাম হেরোইন আটক করা হয়। এ সময় দোকানের ফার্নিচার মিস্ত্রী শরিফকে আটক করতে সক্ষম হয়। আটক হেরোইনের মূল্য ৪ কোটি টাকা বলে বিজিবি কমান্ডিং অফিসার জানান। আটক হেরোইন যশোর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।