রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল গ্রুপের গুদামে আগুন লেগেছে। বুধবার বিকালে ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে নেভাতে কাজ শুরু করেছে। ওই গুদামের পাশেই আরটিভির স্টুডিও রয়েছে বলে জানা গেছে। বেসরকারি এই টেলিভিশনের মালিকানা বেঙ্গল গ্রুপের। আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান শিকদার জানান, “আমাদের স্টুডিওর পাশে একই স্টুডিওতে ওই অয়্যার হাউসটি, সেখানে আগুন লেগেছে। দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।” আরটিভির স্টুডিও সেখানে হওয়ায় প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক বাহিনী সেখানেই আগুন লেগেছে বলে সাংবাদিকদের জানিয়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।