প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে বিভিন্ন বৃহৎ প্রকল্পে আরো বেশি জাপানী বিনিয়োগ চেয়েছেন। তিনি বলেন, জাপান আমাদের মহান বন্ধু। তাই, আমরা আমাদের বাস্তবায়নাধীন বিভিন্ন বৃহৎ প্রকল্পে জাপান থেকে আরো বেশি বিনিয়োগ চাই।সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শিনসুকি সুগিয়ামা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ জানান।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেছেন।
প্রেস সচিব আরো বলেন, এ ছাড়াও আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী এবং তারা বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।তিনি আরো বলেন, ‘জাপান হচ্ছে আমাদের রোল মডেল এবং আমরা খুশি হয়েছি যে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পুনর্নির্বাচিত হয়েছেন।’
দেশের আরো উন্নয়নের লক্ষ্য তাঁর সরকারের প্রয়াসের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পশ্চাদপদ লোকজনের কাছে উন্নয়ন পৌঁছে দেয়াই তাঁর সরকারের লক্ষ্য।
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। ইসলামী স্টেটস (আইএস) দু’জন জাপানী নাগরিককে হত্যার উল্লেখ করে তিনি বলেন, জাপানও সন্ত্রাসবাদের শিকার হয়েছে।তিনি সারাবিশ্বে শান্তি বজায় রাখার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন।
শিনসুকি সুগিয়ামা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানী প্রার্থীতার প্রতি সমর্থন দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।